অমর কথাসাহিত্যিক শওকত ওসমানের জন্মদিন পালিত

0
100

অমর কথাসাহিত্যিক শওকত ওসমানের ১০৭ তম জন্মোৎসব পালিত হয়েছে।

অমর কথাশিল্পী শওকত ওসমানের ১০৭ তম জন্মোৎসবে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয়েছে আলোচনা এবং স্মরণসভা।

১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শেখ আজিজুর রহমান ছদ্মনাম শওকত ওসমান।

আজ অমর কথাশিল্পী শওকত ওসমানের ১০৭ তম জন্মোৎসব উপলক্ষে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

তিনি মূলত ছিলেন সাম্প্রদায়িক ও মৌলবাদ বিরোধী। এই প্রবাদ পুরুষ আজন্ম শোষকের বিরুদ্ধে তাঁর লেখনির মাধ্যমে শোষিতের কথা বলেছেন। তাঁর রচিত “ক্রীতদাসের হাঁসি” সর্বকালের সকল সৈরশাষকের বিরুদ্ধে গণজাগরণের দিশারি। একই সাথে তাঁর বহুল আলোচিত “জননী” উপন্যাসটি ইংরেজী ভাষায় অনুদিত হয়ে বিশ্ব সাহিত্যে স্থান করে নিয়েছে। তাঁর লেখনির আড়ালে ঢাকা পড়ে যায় আসল নাম আজিজুর রহমান। আজিজুর রহমানের ছদ্মনাম শওকত ওসমান। তিনি শওকত ওসমান নামেই বহুল পরিচিতি। অমর কথাশিল্পী শওকত ওসমান দেশদ্রোহী ও রাজাকাদের বিরুদ্ধে অজীবন সংগ্রাম করেছেন।

অমর কথাশিল্পি শওকত ওসমানের জীবন সাহিত্য-কর্ম ও সৃষ্টি সম্পর্কে আলোচনায় অংশ নিয়েছেন কথাশিল্পী পুত্র সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ও কবি ইয়াফেস ওসমান।

আলোচনায় অংশ নেন বরেণ্য শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার নিউম্যারারি প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, উদ্দীপনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমিরিটাস মহম্মদ শহীদ তালুকদার।

স্বাগত বক্তব্য প্রদান করেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকী।

আলোচনা ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকার উপাচার্য অধ্যাপক ডক্টর এম আবুল কাশেম মজুমদার ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে