অস্ট্রেলিয়ার ভ্যাকসিন প্রথম ধাপে সফল

0
934
Spread the love

ছবি: ইন্টারনেট

করোনা প্রতিরোধে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় ও সিএসএল লিমিটেডের তৈরি একটি সম্ভাব্য কভিড-১৯ ভ্যাকসিন প্রাথমিক পরীক্ষায় নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। এ টিকায় অ্যান্টিবডিও তৈরি হচ্ছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন। রয়টার্স।

এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার মার্কিন টিকা প্রস্তুতকারক ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়োএনটেক দাবি করেছে, তাদের তৈরি কভিড-১৯ ভ্যাকসিন তৃতীয় ধাপের পরীক্ষায় প্রাথমিক ফলাফলে ৯০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। অবশ্য ভ্যাকসিনটির নিরাপত্তার তথ্য এখনো নিশ্চিত করা হয়নি। তবে অন্য ভ্যাকসিনগুলোর চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনটির এখন তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হবে বলে জানান হান্ট। কুইন্সল্যান্ডে হান্ট বলেন, ‘ভ্যাকসিনটি পরীক্ষার প্রথম ধাপে নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। এ ছাড়া এটি পরীক্ষায় ইতিবাচক অ্যান্টিবডি প্রতিক্রিয়া দেখিয়েছে।’ হান্ট আরও বলেন, ‘ভ্যাকসিনটি তার কাজ করেছে। এটি বয়স্কদেও ক্ষেত্রে বিশেষ করে ভালো ফল দেখিয়েছে। তাই ভ্যাকসিনটির এ ফলাফলকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বজুড়ে কভিড-১৯-এর ঝুঁকির তালিকায় থাকা লোকজনের মধ্যে বয়স্কদের সংখ্যা বেশি। এ ভ্যাকসিন পরীক্ষার সব ধাপ সফলভাবে শেষ হলে ২০২১ সালের শেষ প্রান্তিকে এটি সরবরাহের জন্য প্রস্তুত করা যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে