আইসিডিডিআরবি হাসপাতালে ঘণ্টায় ৪৫ ডায়রিয়া রোগী ভর্তি

0
407
Spread the love

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মহাখালী হাসপাতালে গতকাল রোববার রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টায় মোট ৫৩৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সে হিসাবে প্রতি ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৪৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী।

আইসিডিডিআরবি কর্তৃপক্ষ বলছে, গত ১ সপ্তাহের বেশি সময় ধরে ডায়রিয়ার এই প্রকোপ চলছে।

প্রতিষ্ঠানটির মিডিয়া ম্যানেজার একেএম তারিফুল ইসলাম খান বলেন, ‘২০০৭ এবং ২০১৮ সালের পর এবারই এত বেশি সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন। ওই ২ বছরে প্রতিদিন ১ হাজারের বেশি রোগী ভর্তি হয়েছিলেন। কিন্তু এ বছর সেই সংখ্যাটি প্রায় ১ হাজার ২০০।’

অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হাসপাতাল প্রাঙ্গণে তাঁবু টানিয়ে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে