গত ২০ সেপ্টেম্বর রোববার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব হতে তার নমুনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান গত ১৫ সেপ্টেম্বর থেকে জ্বর, কাশি ও সর্দিতে ভুগছিলেন। বর্তমানে তিনি সিভিল সার্জনের সরকারি বাসভবনে আইসোলেশন এ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। চলতি বছরের জানুয়ারি মাসের ১৯ তারিখ কক্সবাজার এর সিভিল সার্জন হিসেবে যোগদান করা ডাঃ মাহবুবুর রহমান জেলায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান এই মানুষটি কক্সবাজারের থাকা অবস্থায় চাঁদপুরে বসবাস করা তার মাকে হারিয়েছেন। এদিকে সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমানের সুস্থতার জন্য তার কার্যালয়ের প্রধান সহকারী মোঃ রফিকুল ইসলাম সকলের কাছে দোয়া চেয়েছেন। এছাড়া সোমবার ২১ সেপ্টেম্বর সিভিল সার্জনের কার্যালয় সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমানের সুস্থতা কামনা করে সার্জন অফিসের চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন, কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের কর্মচারী সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম।