দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা আরও কমেছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ২৯ জন। মৃত্যু হয়নি কারও। নতুন শনাক্তদের মধ্যে ২৩ জনই ঢাকার বাসিন্দা।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ৩ হাজার ১৮৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হন ২৯ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৯১ শতাংশ। এর আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৯২ শতাংশ, শনাক্ত হয়েছিলেন ৩৮ জন রোগী।
এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ২৩৩ দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৯ জন। নতুন করে সুস্থ হয়েছেন আরও ১১৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৪ হাজার ৩৮ জন।