করোনায় আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বর্তমানে শারীরিকভাবে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার শোনা যাচ্ছিল করোনায় আক্রান্ত হয়েছেন তাহসান। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না। গতকাল বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় নিজের স্বাস্থ্য নিয়ে বর্তমান অবস্থার কথা তুলে ধরেন তাহসান।
তিনি বলেন, আমার অসুস্থতার খবরে অনেকেই বিচলিত হয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সবাইকে ব্যক্তিগতভাবে খবর জানানো আমার জন্য কঠিন। অভিনেত্রী তানজিন তিশার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ামাত্রই আমি আইসোলেশনে আছি। গত সপ্তাহে মুস্তাফা কামাল রাজের পরিচালনায় ‘মানি মেশিন’-এর শুটিংয়ে তিশা ছিলেন আমার সহ-অভিনেত্রী। সামান্য কিছু উপসর্গ দেখা দেওয়ায় আমি করোনা পরীক্ষা করি। এরপরই জানতে পারি, আমিও করোনা পজিটিভ। এই মুহূর্তে আমার শরীরে জ্বর নেই, হালকা দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গও নেই।
সূত্রঃ সমকাল