করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে দুই হাজার ৩৯৭ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ৩০৭ জন।
এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৭৮ হাজার ৭৭৯ জনে। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ২০৫ জনে।
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ১৪২ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৮০ জন। ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১৬ জনের এবং মারা গেছেন ৫৮ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৬১ জনের।