করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ৬ জন। এই ২৩ জনের মধ্যে ১৩ জনই (৫৬.৫২ শতাংশ) কিডনি জটিলতাসহ অন্যান্য দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগে ভুগছিলেন।
তাদের মধ্যে দুইজন ডায়াবেটিস, একজন হাইপারটেনশন, ছয়জন হাইপারটেনশন ও ডায়াবেটিস, একজন হাইপারটেনশন, ডায়াবেটিস এবং কিডনি, একজন হাইপারটেশন ও কিডনি, একজন হাইপারটেশন, কিডনি ও ফুসফুস এবং একজন হাইপারটেশন, কিডনি ও হাইপোথাইরয়েড রোগে ভুগছিলেন।