গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯২ জন। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে শনাক্তের সংখ্যাও কমলো। আগের দিন ১৩৪ জন রোগী শনাক্ত হয়েছিলেন।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১১৪ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২,১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ। এর আগে গত সোম ও মঙ্গলবার পরপর দুই দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। তবে বুধবার করোনায় একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় শনাক্তসহ দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৭২ জন। এর মধ্যে মারা গেছেন ২৯১১৮ জন, সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৪ হাজার ৮৮০ জন।