করোনা যুদ্ধে কোথায় যাচ্ছে বাংলাদেশ!

0
961
Spread the love

“চীনকে টপকিয়ে মৃত্যুতে ২৮ তম স্থানে যাচ্ছে বাংলাদেশ”
করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় চীকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। গতকাল সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘন্টায় মারা যাওয়া ২৬ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ৭৫৯ জনে দাঁড়িয়েছে। গত বছর ডিসেম্বরে যেখান থেকে এ ভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই চীনে এ পর্যন্ত ৪ হাজার ৭৩৪ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস এর মৃত্যুর সর্বশেষ এ তথ্য হালনাগাদ করলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালিতে বিশ্বে বাংলাদেশ উঠে আসবে ২৮ তম স্থানে। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৮১২ জন এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জন এবং সুস্থ হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ১৫৫ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে