গাজীপুরে নৌকাডুবিতে একজনের মরদেহ উদ্ধার, চিকিৎসক নিখোঁজ

0
612
Spread the love

ময়মনসিংহের ভালুকা থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় নৌকা ভ্রমণে গিয়ে মঙ্গলবার রাতে নৌকাডুবিতে নিখোঁজ তানভীরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অমিত সাহার এখনো নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলাই গ্রামের খিরু নদীতে এ ঘটনা ঘটে।

নৌকা ডুবিতে নিহত মোঃ তানভীর আহমেদ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকার ফটোকপি-কম্পিউটার দোকানের মালিক। সে ভালুকা উপজেলার ঝালোপাজা বাজার গ্রামের আজিজুল হকের ছেলে। নিখোঁজ চিকিৎসক অমিত কুমার সাহা (৩২)। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা। তার বাড়ি গাজীপুর নগরের বিলাশপুর এলাকায়।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজ আরা বেগম জানান, বিকেল চারটার দিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েক চিকিৎসক ও স্টাফসহ ১৫/২০জন নৌকা ভ্রমণে বের হন। এক পর্যায়ে নৌকা নিয়ে তারা পাশের শ্রীপুর উপজেলায় চলে যান। পরে সেখান থেকে খিরুনদী দিয়ে ফেরার পথে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই এলাকায় পৌঁছালে রাত ৮টার দিকে বিপরীতগামী একটি বালিভর্তি ট্রলার (ভলগেট)-এর সঙ্গে তাদের নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন জানান, নৌকা-ট্রলারে সংঘর্ষে হলে নৌকা থেকে যাত্রীরা নদীর পানিতে পড়ে যায়। পরে অনেকেই পানি থেকে সাঁতরে উঠে আসতে পারলেও ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অমিত কুমার (৩৯তম বিসিএস) ও তানভীরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার নদীতে অভিযানে নামেন। রাত ১২টার দিকে ডুবে যাওয়া নৌকা থেকে নিখোঁজ দুই জনের মধ্যে থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে আনা হয়। ১২টার পর থেকে উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সকাল থেকে উদ্ধার কাজ পুনরায় চলবে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, নিখোঁজদের উদ্ধার শ্রীপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশসহ এলাকাবাসী উদ্ধার অভিযান চালিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে