চিফ কনসালটেন্টসহ ১৭টি পদে সরাসরি চিকিৎসক নিয়োগ দিবে সরকারি কর্ম কমিশন

0
408
Spread the love

চিফ কনসালটেন্টসহ ১৭টি পদে সরাসরি চিকিৎসক নিয়োগ দিবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, ঢাকা নিম্নলিখিত উচ্চতর বেতন স্কেলের পদসমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো।’

যেসব চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, চিফ কনসালটেন্ট (জেনারেল সার্জারি) পদে একজন, চিফ কনসালটেন্ট (চক্ষু) পদে একজন, চিফ কনসালটেন্ট (কার্ডিওলজি) পদে একজন, সিনিয়র কনসালটেন্ট (চক্ষু) পদে একজন, সিনিয়র কনসালটেন্ট (ডেন্টাল) পদে একজন, সিনিয়র কনসালটেন্ট (প্যাথলজি) পদে একজন, সিনিয়র কনসালটেন্ট (রক্ত-পরিসঞ্চালন) পদে একজন, সিনিয়র কনসালটেন্ট (অর্থো-সার্জারি) পদে দুইজন, সিনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থিশিয়া) পদে দুইজন, সিনিয়র কনসালটেন্ট (ইএনটি) পদে একজন, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) পদে দুইজন, জুনিয়র কনসালটেন্ট (প্যাথলজি) পদে একজন, জুনিয়র কনসালটেন্ট (সাইকিয়াট্রি) পদে একজন, জুনিয়র কনসালটেন্ট (নেফ্রোলজি) পদে একজন, জুনিয়র কনসালটেন্ট (চক্ষু) পদে একজন, জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) পদে একজন ও জুনিয়র কনসালটেন্ট (দন্ত) পদে একজন।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

https://drive.google.com/file/d/1AVgstN32nJdDQOS-fKAkN3TwyZJHuYsR/view?usp=drivesdk

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে