দেশে চীনের নভেল করোনাভাইরাস (কভিড-১৯) টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে আজ মঙ্গলবার। জানা গেছে, আজ সকাল ১১টায় বঙ্গবন্ধু মেডিক্যালে এই টিকা দেওয়া শুরু হয়।
এর আগে গত ১২ মে চীনের দেওয়া উপহারের পাঁচ লাখ সিনোফার্ম টিকা ঢাকায় এসে পৌঁছায়।
এদিকে উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ টিকা এলেও চীন থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশের চাহিদা অনুযায়ী টিকা আসতে আরো কিছুদিন সময় লাগতে পারে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ই গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপে বাংলাদেশকে উপহার হিসেবে আরো ছয় লাখ কভিড টিকা দেওয়ার ঘোষণা দেন।