টেস্ট র‌্যাঙ্কিংয়ে ফিরলেন সাকিব

0
722
Spread the love

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। ফিরেই তিনি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পান। এরপর ফিরে পান টি-২০ র‌্যাঙ্কিং। এখন টি-২০ র‌্যাঙ্কিংয়ে তিনি দুইয়ে। এবার ফিরে পেয়েছেন টেস্ট র‌্যাঙ্কিং। ২০১৯ সালে নিষিদ্ধ হওয়ার সময় টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ছিলেন তিনে। এবার ফিরে পেয়ে হয়েছেন চার। নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শেষ হওয়ার পর বর্তমানে তার পয়েন্ট ৩৬৬। টেস্ট শুরুর আগে এক নম্বরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। এখন একে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তার পয়েন্ট ৪৪৬। দুইয়ে থাকা হোল্ডারের পয়েন্ট ৪৪। ৩৯৭ পয়েন্ট নিয়ে তিনে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে