বিশ্ব ফিজিওথেরাপি দিবস ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫ শে সেপ্টেম্বর ২০২০ রোজ – শুক্রবার, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
উক্ত হেলথ ক্যাম্প উদ্বোধন করবেন কশবা মাজাইল ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান, জনাব মোঃ কামরুজ্জামান এবং বিনামুল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দিবেন বিশিষ্ট বাত,ব্যথা ও প্যারালাইসিস রোগে ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাঃ এম ইয়াছিন আলী কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান-ফিজিওথেরাপি বিভাগ, প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ ও হাসপাতাল, চেয়ারম্যান – ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।
যেসব রোগের চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হবে-
* ঘাড় ব্যাথা।
* কোমর ব্যাথা।
* হাঁটু ব্যাথা।
* হাত ও পা ঝিনঝিন বা অবশ অবশ মনে হওয়া।
* যে কোন প্রকারের বাত ব্যাথা ও জয়েন্টের রোগ সমূহ।
* স্ট্রোক বা অন্য কারনে মুখ বেকে যাওয়া
* স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস।
* সকল ধরণের প্যারালাইসিস রোগের চিকিৎসা।
* সাইটিকা ও মেরুদণ্ডের বিভিন্ন রকম সমস্যা
* শিশুদের হাত পায়ের সমস্যা ও জন্মগত বিকলাঙ্গতা ।
*খেলাধুলায় আঘাত জনিত ব্যাথা ইত্যাদি রোগের চিকিৎসা সেবা পরামর্শ ।
স্থানঃ নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ
রোগী দেখার সময়ঃ সকাল ৯.০০ টা থেকে বিকেল ৩.০০ পর্যন্ত।
ফ্রি রেজিস্ট্রেশন জন্য যোগাযোগ করুন – ০১৭৬১১৮৫৯৬৭