দুই মাথার নবজাতক উন্নত চিকিৎসার জন্য ঢাকায়

0
935
Spread the love

মাগুরার একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনে জন্ম নেয় দুই মাথাবিশিষ্ট কন্যাশিশু। পরে শিশুটিকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমরপ্রসাদ সাহা জানান, শিশুটির উন্নত চিকিৎসার প্রয়োজন।

নবজাতকের বাবা মাগুরা সদরের জগদল এলাকার পলাশ মোল্যা জানান, স্ত্রী সোনালির প্রসব বেদনা শুরু হলে মাগুরার একটি বেসরকারি ক্লিনিকে আনা হয়। মঙ্গলবার বিকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথাবিশিষ্ট কন্যাসন্তান প্রসব করেন তিনি। এ দম্পতির আরও এক সন্তান রয়েছে। নবজাতকের মায়ের শারীরিক অবস্থা ভালো আছে বলেও জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে