পায়ের দুর্গন্ধ দূর করবেন যেভাবে

0
702
Spread the love

গরমে শরীরের অন্যান্য অংশের পাশাপাশি পায়ে অনেক ঘাম হয়। অনেকের আবার স্বাভাবিকের চেয়ে বেশি ঘাম হয় পায়ে। আর এই পা ঘেমে তৈরি হয় দুর্গন্ধ। এর ফলে চারপাশের মানুষও বিরক্ত হয়। পা ঘামের সমস্যা থাকলে তা দূর করা জরুরি।

বেকিং সোডা কর্ন ফ্লাওয়ার
বেকিং সোডা জীবাণু দূর করতে দারুণ কাজে দেয়। পায়ে পাউডারের মতো কর্ন ফ্লাওয়ার মিশিয়ে লাগান। ঘাম শুষে নিতে সাহায্য করবে।

রং চা
রং চা খাওয়া যেমন স্বাস্থ্যকর তেমনই পায়ের দুর্গন্ধের জন্য কার্যকরী। দুটো টি ব্যাগ পানিতে দিন। তারপর আরো কিছু পানি মিশিয়ে ঠাণ্ডা করে নিন। ওই চায়ের পানির মধ্যে ১৫ থেকে ২০ মিনিট পা ডুবিয়ে রাখুন। এতে পায়ে কোনোরকম ফাঙ্গাস ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমবে।

ল্যাভেন্ডার অয়েল
কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল পায়ে ম্যাসাজ করুন। এতে পায়ের দুর্গন্ধের সমস্যা অনেকটাই কমবে। ল্যাভেন্ডার ছাড়াও টি ট্রি অয়েল, লেমন অয়েল, পিপারমেন্ট অয়েলের মতো কিছু এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন।

ভিনিগার
একটা পাত্রে গরম পানি নিন। কয়েক চামচ ভিনিগার এবং সি-সল্ট দিন। পা ডুবিয়ে বসে থাকুন মিনিট ২০। দুর্গন্ধের সমস্যা অনেকটাই মিটবে।

এছাড়া চেষ্টা করুন পা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। সুতি মোজা ব্যবহার করুন। গরমের দিনে স্যান্ডেল পরার চেষ্টা করুন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে