চিকিৎসা গবেষণা ও মানবকল্যাণে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের জন্য বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ পেয়েছে দেশের হৃদরোগ চিকিৎসায় একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান ‘জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিভিডি)’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ জুলাই সোমবার সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করবেন।
হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনকে গত ২০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এক চিঠিতে এই পদক প্রাপ্তির তথ্য জানান।
চিঠিতে সচিব বলেন, এ গৌরবময় অর্জনের জন্য আমি আপনার প্রতিষ্ঠানকে এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদরোগের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার উদ্যোগের সাথে সম্পৃক্ত আপনার প্রতিষ্ঠানের সকল সহকর্মীকে অভিনন্দন জানাচ্ছি।