ভ্যাকসিনেও সহজেই ফিরবে না স্বাভাবিক জীবন

0
599
Spread the love

প্রাণঘাতী করোনার টিকা এলেই দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা যাবে এমন নয়। লন্ডনের রয়্যাল সোসাইটির গবেষকেরা জানিয়েছেন, টিকা নিয়ে আরও বাস্তববাদী হওয়া দরকার।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক নিলয় শাহ বলেন, করোনার টিকা সহজলভ্য হয়ে গেলে, আগামী মার্চেই স্বাভাবিক জীবন ফিরে আসবে এমন নয়। তাই করোনাভাইরাসে জারি থাকা কড়াকড়ি ধীরে ধীরেই শিথিল করতে হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিকে করোনা সুরক্ষায় বিশ্বজুড়ে ২শ’রও বেশি টিকা তৈরির কাজ চলছে। তবে কেউই চূড়ান্ত নিরাপত্তার পরীক্ষা শেষ করতে পারেনি। সবাই টিকা পরীক্ষার নানা ধাপে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও কারও টিকা ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দেয়নি। মহামারী অবসানে টিকা আশার আলো জাগালেও সেটি তৈরির ক্ষেত্রে অনেকবার ব্যর্থতা আসতে পারে সেটি সবারই জানা। আর তা সহজলভ্য হতেও লেগে যেতে পারে একবছর।
বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান প্রক্রিয়া শুরু হলেও সে প্রক্রিয়া এগিয়ে নিতে কয়েক মাস, এমনকী একবছরেরও বেশি সময় লেগে যেতে পারে।

এদিকে চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোভিড-১৯ এর তাণ্ডবে বিশ্বে আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪১ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা দশ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন দুই কোটি ৫৪ লাখের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ২১৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ১৮ হাজার ২০৯ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৫৪ লাখ ২০ হাজার ৮৩৭ জন।

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ৮৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২ লাখ ৮৮ হাজার ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন দুই লাখ ৬৬ হাজারের বেশি মানুষ।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা।

আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ৪৭ হাজার ২৭৩ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১১ হাজার ৭৩৮ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ১০ হাজার ২৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৭০৮ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪৮ লাখ ১৩ হাজার ৫৮৬ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৪৩ হাজার ৯৬২ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৭৬ হাজার ২৮৬ জন। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ৭২২ জন।

পঞ্চম স্থানে থাকা কলোম্বিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৯ হাজার ৬৭৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ হাজার ৯৯৮ জনের।

বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ২৫১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৭৫ হাজার ৪৮৬ জন।

মানবকণ্ঠ/এইচকে

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে