শালিখা হাসপাতালে ১৬ বছর পর অস্ত্রোপচার কার্যক্রম চালু

0
482
Spread the love

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর নতুন করে চালু হলো মাগুরার শালিখা ৫০শয্যা হাসপাতালের অপারেশন থিয়েটার। গতকাল বুধবার মাগুরা সিভিল সার্জন শহিদুল্লাহ দেওয়ান পূর্ণিমা নামে এক প্রসূতির সিজারিয়ানের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর নতুন করে এই অস্ত্রোপচার শুরু করেন।

সিভিল সার্জন জানান, এখানে চিকিৎসক সংকট ছিল। তবে তার থেকে বড় কথা পূর্ববর্তী কর্মকর্তাদের সদিচ্ছার ঘাটতি ছিল। শালিখা হাসপাতালের বিষয়টি জানার পর আমি সেখানে সিজারিয়ানের ব্যবস্থা করতে বলি এবং আমি নিজে এক প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে ১৬ বছর পর আবার এটি চালু করি। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলার হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হচ্ছে।

ইতোমধ্যে শ্রীপুরে চালু করা হয়েছে। আগামী সপ্তাহে মহম্মদপুর উপজেলা হাসপাতালেও চালু করা হবে। জেলায় কর্মরত যেসব সার্জারি ডাক্তার আছেন আমি তাদের বলেছি প্রতি সপ্তাহে অথবা ১৫ দিন পর উপজেলার হাসপাতালগুলোতে বিভিন্ন প্রকার রোগীর অস্ত্রোপচার কার্যক্রম চালু রাখতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে