শেরেবাংলা মেডিকেল করোনা ওয়ার্ডে রোগী, ল্যাবে বেড়েছে শনাক্তের হার

0
940
barishal medical
Spread the love

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী আরও বেড়েছে। একই সঙ্গে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবেও বেড়েছে করোনা শনাক্তের হার। তবে এ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মৃত্যু ঘটেনি।

হাসপাতালের পরিচালক কার্যালয়সূত্র জানান, গতকাল বিকাল ৪টা পর্যন্ত করোনা ওয়ার্ডে রোগী ভর্তি ছিলেন ১২২ জন। এর মধ্যে ২৪ জনের করোনা পজিটিভ। করোনা ওয়ার্ডের ১২টি আইসিইউ বেডের সবকটিই রোগীতে পরিপূর্ণ। আরও অন্তত ২০ জন আছেন আইসিইউ সেবা পাওয়ার অপেক্ষায়।

এর আগের দিন রবিবার করোনা ওয়ার্ডে রোগী ভর্তি ছিলেন ১১৮ জন। যার মধ্যে করোনা পজিটিভ ছিল ২৬ জনের। ওই দিনও আইসিইউতে ভর্তি ছিলেন ১২ জন রোগী।

শনিবার ২৮ জন করোনা পজিটিভসহ ১১২ জন ভর্তি ছিলেন করোনা ওয়ার্ডে। ওই দিনও আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ১২ জন মুমূর্ষু রোগী। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় (রবিবার) শেরেবাংলা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ১৭৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪০ জনের। শনাক্তের হার ২২.৯৮ ভাগ। এর আগের দিন ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ২১.২৬ ভাগ।

পরিচালক কার্যালয়ে করোনা তথ্য সংরক্ষণের দায়িত্বে থাকা জে. খান স্বপন জানান, প্রতিদিনই করোনা ওয়ার্ডে রোগীর চাপ বাড়ছে। মেডিকেল কলেজের পিসিআর ল্যাবেও বাড়ছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ওয়ার্ডে কোনো রোগী মারা যাননি বলে তিনি জানান।

গত বছরের ১৭ মার্চ থেকে গতকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪৯২ জন রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০০ জনের। যার মধ্যে ১৪৬ জনের করোনা পজিটিভ ছিল বলে জানিয়েছেন হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক জে. খান স্বপন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে