স্কুল পড়ুয়া থেকে শুরু করে মধ্যবয়সী সকলেই রীতিমতো আসক্ত স্মার্টফোনে। যার জেরে নানা সমস্যাতেও ভুগছেন তাদের অনেকেই।
সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে, অতিরিক্ত স্মার্টফোন আসক্তি ভয়ানক প্রভাব ফেলতে পারে শারীরিক ক্ষমতার ক্ষেত্রে। যৌনইচ্ছা কমে যাওয়া থেকে শুরু করে শিথিল হয়ে পড়ার মতো নানা সমস্যা হতে পারে স্রেফ স্মার্টফোন থেকেই।
বিশেষজ্ঞদের মতে, বিগত কয়েক বছরে পুরুষদের ইনফার্টিলিট রেট যথেষ্টই কমেছে। আর এর জন্য তারা মূলত দায়ী করছেন, স্মার্টফোন আসক্তিকেই। যদিও এই দাবি নিশ্চিত করতে প্রায় ২৮৮৬ জন পুরুষের উপর পরীক্ষা চালানো হয়েছিল। ইউনিভার্সিটি অফ জেনেভা এবং সুইস ট্রোপিকাল আয়োজিত ওই সমীক্ষায় অংশ নিয়েছিল ১৮ থেকে ২২ বছর বয়সী যুবকরা। টানা কয়েক বছর ধরে তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়। ঠিক কতক্ষণ তারা মোবাইলে সময় কাটাচ্ছেন, সেটাই ছিল মূল পর্যবেক্ষণের বিষয়।
দেখা যায়, কেউ কেউ সপ্তাহে মাত্র একদিন হাতে মোবাইল নিয়েছে। আর কেউ কেউ দিনে ২০ বারেরও বেশি মোবাইল হাতে নিয়েছে। বাকি সকলেই প্রায় কমবেশি মোবাইলে আসক্ত। কিন্তু এদের মধ্যে যারা দিনে ২০ বারের বেশি মোবাইল দেখেছেন তাদের বীর্যের মান সব থেকে খারাপ। অন্তত যারা মোবাইল কম দেখেছেন তাদের তুলনায় তো অবশ্যই। তাই এর সঙ্গে সামগ্রিকভাবে পুরুষের যৌনক্ষমতা কমে যাওয়াকে মিলিয়েছেন বিশেষজ্ঞরা।
এর নেপথ্যে মোবাইল নেটওয়ার্ককে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। টু-জি, থ্রি-জি, ফোর-জি পেরিয়ে এখন ফাইভ-জি এর যুগ। এই নেটওয়ার্ক থেকেই নানা ক্ষতি হচ্ছে পরিবেশের। আর সেই তালিকায় পুরুষের নানা যৌন সমস্যাকেও রাখতে চাইছেন বিশেষজ্ঞরা।
সারাক্ষণ হাতে মোবাইল রাখলে সেই নেটওয়ার্ক ফ্রিকয়েন্সি মারাত্মক প্রভাব ফেলতে পারে। এ ছাড়া, কেউ যদি সারাদিন প্যান্টের পকেটে মোবাইল রাখেন তাহলেও হতে পারে বিপদ। তাই বিশেষজ্ঞদের মতে শারীরিক ক্ষমতার সমস্যা মেটাতে অবশ্যই চেষ্টা করুন স্মার্টফোন আসক্তি কমিয়ে ফেলার।