​শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে ২৫০ শয্যার কোভিড ইউনিট ঘোষণা

0
819

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ক্রমবর্ধমান রোগীর চাপে হাসপাতালের কোভিড ইউনিটকে আরও ১৫০ শয্যা উন্নীত করা হয়েছে। ইতিপূর্বে এই ইউনিটের আসন সংখ্যা ছিল ১০০। গত সোমবার সন্ধ্যায় জুমে অনুষ্ঠিত নীতি নির্ধারণী পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ১৫০টি শয্যার মধ্যে মঙ্গলবার (৬ জুলাই) বিকাল পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত ও সন্দেহজনক মোট ১৩৯ জন রোগী ভর্তি রয়েছেন।

অন্যদিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, জেলায় করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জরুরী চিকিৎসা সংক্রান্ত করণীয় ঠিক করতে জুমে একটি সভা অনুষ্ঠিত হয়। আমরা কোভিড চিকিৎসায় সমন্বিতভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত সেন্ট্রাল অক্সিজেন সুবিধা রয়েছে। শয্যারও সংকট তৈরি হবে না।

অনলাইন এ সভায় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব মো. আব্দুল মান্নান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম, হাসপাতালের সহকারী পরিচালক ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল প্রমুখ অংশ নেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে