আমেরিকায় মৃত্যু দুই লাখ ছাড়াল

0
901
Spread the love

যুক্তরাষ্ট্রে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের সব দেশের চেয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮ লাখ ছাড়িয়েছে। দেশটিতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এ বছরের জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের প্রায় সব রাজ্যেই মৃত ও আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মৃতের সংখ্যা এক লাখ থেকে দুই লাখের মধ্যে থাকলে বুঝতে হবে আমাদের দেশ ভালো করেছে। গত মাসে যুক্তরাষ্ট্রে করোনার প্রাদুর্ভাব কমে আসায় ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছিলেন, শিগগিরই যুক্তরাষ্ট্রে এই সংখ্যা শূন্যের কাছাকাছি চলে আসবে।
এ দিকে করোনা মহামারির সময়ে মানুষের মৃত্যু নিয়েও আমেরিকায় চলছে রাজনীতি। একে অন্যের ওপর দায় চাপাচ্ছে। ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন সোমবার বলেন, ‘গত ছয় মাসে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যাচার ও অক্ষমতার কারণে ইতিহাসে সবচেয়ে আমেরিকানদের প্রাণহানি ঘটেছে।’
সূত্রঃ প্রথম আলো

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে