আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৩৫৫

0
732
Spread the love

দেশে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৫ জনের। এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৯০ হাজার ৫৩৩ জনের। মোট মারা গেছেন ৭ হাজার ৫২ জন। গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৩৯৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২০ হাজার ৮৯৬ জন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষায় ১০ দশমিক ৬৩ শতাংশ মানুষের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৮০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৪ জন ছিলেন পুরুষ ও ৮ জন নারী। হাসপাতালে ৩১ জনের ও বাড়িতে ১ জনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ২০ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৭ জন পঞ্চাশোর্ধ্ব, ১ জন চল্লিশোর্ধ্ব, ৩ জন ত্রিশোর্ধ্ব ও ১ জনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে ১৯ জন ঢাকা, ৩ জন করে চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রংপুর এবং ১ জন রাজশাহী বিভাগের বাসিন্দা ছিলেন। গতকাল ঢাকা মহানগরির কভিড-১৯ ডেডিকেটেড সরকারি হাসপাতালের ১১৩টি আইসিইউর মধ্যে ফাঁকা ছিল মাত্র ১৪টি। বেসরকারি হাসপাতালের ১৮৫টি আইসিইউর মধ্যে ফাঁকা ছিল ৩৯টি। সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালের ৫৭০টি আইসিইউর মধ্যে ফাঁকা ছিল ২৩৭টি। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে