এবার করোনার বিপজ্জনক ‘হাইব্রিড’ ধরন শনাক্ত ভিয়েতনামে

0
851
Spread the love

করোনাভাইরাসের (কভিড-১৯) যুক্তরাজ্য ও ভারতীয় ধরনের মিউট্যান্ট ‘হাইব্রিড’ ধরন (ভ্যারিয়েন্ট) শনাক্ত হয়েছে ভিয়েতনামে।

বাতাসের মাধ্যমে দ্রুত ছড়ানো এই ধরনকে ‘খুবই বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী গুইন থান লং।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বছরের অধিকাংশ সময়ই সফলভাবে করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় ভিয়েতনাম। এপ্রিলের শেষে দিকে সংক্রমণ বাড়তে থাকে। দেশটিতে শনাক্ত হওয়া ৬ হাজার ৭১৩ রোগীর অর্ধেকের বেশি সংক্রমিত হয়েছেন এই সময়ে। এখন পর্যন্ত মারা গেছেন ৪৭ জন।

শনিবার এক বিবৃতিতে ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রথমে ভারত এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের দুটি ধরনের মিউট্যান্ট একটি ধরন চিহ্নিত করেছে ভিয়েতনাম।’

তিনি বলেন, ‘নতুন এই ধরন খুবই বিপজ্জনক।’

অনলাইন পত্রিকা ভিএনএক্সপ্রেস জানায়, নতুন এই ধরনকে যুক্তরাজ্য ও ভারতীয় ধরনের হাইব্রিড ধরন আখ্যায়িত করেছেন স্বাস্থ্যমন্ত্রী লং।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার চারটি ধরনকে ‘বৈশ্বিক উদ্বেগের’ ক্যাটাগরিতে রেখেছে। এগুলো হলো- যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এবং ভারতীয় ধরন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দৈনিক চার লাখের বেশি সংক্রমণ এবং সাড়ে চার হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি। এ জন্য করোনা ভারতীয় ধরন অনেকাংশে দায়ী বলে মনে করছে বিশেষজ্ঞরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে