এ বছর হচ্ছে না জেএসসি-জেডিসি পরীক্ষা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।
প্রতি বছর নভেম্বর মাসে অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরও এই পরীক্ষা হয়নি। তখন পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণিতে ওঠার সুযোগ দেওয়া হয়েছিল।
এর আগে সোমবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো। সময়সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে ২৩ নভেম্বর শেষ হবে। আর এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হবে।