নতুন আতঙ্ক ওমিক্রনের বিরুদ্ধে নতুন বুস্টার ডোজ আনার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্না। শুক্রবার কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, নতুন নতুন ভ্যারিয়েন্টকে চিহ্নিত করে তা নিয়ে কাজ করা কোম্পানির তিনটি কৌশলের একটি। মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল বলেছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের রূপান্তর উদ্বেগের। কয়েক দিনের মধ্যেই আমরা এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সম্ভাব্য কৌশল নিয়ে এগিয়ে আসবো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।