করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ একজন ও নারী তিনজন। আলোচ্য সময়ে সরকারি হাসপাতালে দুইজন ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২২ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন। এ সময়ে অবশিষ্ট ৬টি বিভাগ- রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহে কোনো রোগীর মৃত্যু হয়নি।
রোববার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
দেশে গত বছরের ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। আজ (১৪ নভেম্বর) পর্যন্ত সর্বমোট করোনায় মৃত ২৭ হাজার ৯২২ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ১৭৯ জন রয়েছেন। এ সময়ে সবচেয়ে কম মৃত্যু হয় ময়মনসিংহ বিভাগে ৮৪৪ জন।
এছাড়া চট্টগ্রামে ৫ হাজার ৬৭০ জন, রাজশাহীতে দুই হাজার ৪৭ জন, খুলনায় তিন হাজার ৬০৪ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেটে এক হাজার ২৬৭ জন এবং রংপুরে এক হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়।