করোনার উৎস জানা খুব গুরুত্বপূর্ণ: ডব্লিউএইচও প্রধান

0
414
who

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক প্রধান বলেছেন, করোনার উৎস জানা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘কোভিড-১৯  এর উৎস আবিষ্কার এবং সকল অনুমান অবশ্যই অনুসন্ধান করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ।’

জাতিসংঘের এই সংস্থা প্রধান জানিয়েছেন, ভাইরাস কীভাবে এসেছে তা উৎঘাটনে তারা অঙ্গীকারবদ্ধ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলেছে, চীনের গবেষণাগার থেকে এই ভাইরাসের উৎপত্তি হতে পারে। এরপর ডব্লিউএচইওর ওপর  এর জবাব দিতে চাপ তৈরি হয়।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘কোভিড-১৯ এর উৎপত্তি বোঝা এবং সকল অনুমান জানা লাখ লাখ মানুষ যারা মৃত্যুবরণ করেছে এবং জীবিত আছে তাদের জন্য বৈজ্ঞানিকভাবেই গুরুত্বপূর্ণ। এটা আমাদের পরবর্তী মহামারি রোধে সহায়তা করবে।’