করোনার টিকাগ্রহীতা সাড়ে ৫ কোটি ছাড়ালো

0
294

দেশে করোনাভাইরাসের টিকা নেওয়া মানুষের সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে। চলতি বছরের ২৭ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর থেকে সোমবার (১১ অক্টোবর) পর্যন্ত টিকা নেওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৬৯ জনে।

তাদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৬৯ লাখ ১৯ হাজার ৩৪৭ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৭২২ জন।

টিকা গ্রহণের জন্য ১১ অক্টোবর পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৩৫৮ জন এবং পাসপোর্টের মাধ্যমে ৬ লাখ ৯৩ হাজার ৬৯৯ জনসহ মোট ৫ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৫৭ জন নিবন্ধন করেছেন।

১১ অক্টোবর পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে অ্যাস্ট্রাজেনেকার টিক নিয়েছেন ১ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৪০৭ জন। তাদের মধ্যে প্রথম ডোজ ৭৮ লাখ ১৪ হাজার ৪৫৭ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৪ লাখ ২৫ হাজার ৯৫০ জন।

প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ফাইজারের টিকা নিয়েছেন ৩ লাখ ২ হাজার ৮২২ জন। তাদের মধ্যে প্রথম ডোজ ২ লাখ ৪৮ হাজার ৯৪৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৩ হাজার ৮৭৭ জন।

সিনোফার্মের টিকা নিয়েছেন সর্বমোট ৩ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার ৮৪১ জন। তাদের মধ্যে প্রথম ডোজ ২ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৪৪৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৩ লাখ ২৩ হাজার ৩৯২ জন।

একইভাবে মর্ডানার সর্বমোট টিকা গ্রহণকারীর সংখ্যা ৫১ লাখ ৭৯ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজ ২৬ লাখ ৮৯ হাজার ৪৯৬ জন ও দ্বিতীয় ডোজ গ্রহণকারী ২৪ লাখ ৯০ হাজার ৫০৩ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে