করোনার দ্বিতীয় সংক্রমণে বেসামাল পর্তুগাল!

0
947
Spread the love

করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপের ঊর্ধ্বগতিতে আবার বেসামাল পর্তুগাল। ব্যবসায়ীদের দুরাবস্থা অব্যাহত থাকার পাশাপাশি সবচেয়ে খারাপ অবস্থায় সাধারণ কর্মজীবী প্রবাসী বাংলাদেশিরা। সেই সঙ্গে প্রভাব পরেছে রেমিটেন্স প্রবাহেও। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে পর্তুগালের করোনা পরিস্থিতির ধারাবাহিক অবনতি অব্যাহত রয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার মানুষ নতুন করে কোভিড নাইন্টিনে আক্রান্ত হচ্ছেন। বাড়ছে মৃতের সংখ্যাও।
আগস্টে চ্যাম্পিয়নস লীগের পর সেপ্টেম্বর অক্টোবরকে কেন্দ্র করে আশায় থাকা ব্যবসায়ীরা আবার হতাশায় নিমজ্জিত। সেই সঙ্গে বিভিন্ন খাতের অসংখ্য প্রতিষ্ঠান ছাটাই অব্যাহত রাখায় বিপাকে পেড়েছেন কর্মজীবী পর্তুগাল প্রবাসীরা।
গত কয়েক মাসে রেমিটেন্স প্রবাহেও মারাত্মক প্রভাব পড়েছে। কাজ না থাকায় সাময়িক সময়ের জন্য বাংলাদেশমুখী হচ্ছেন অনেক প্রবাসী। পর্তুগালের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুলাইয়ে বেকারত্বের হার বেড়েছে ৭.৯ শতাংশ।

সূত্রঃ সময় টিভি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে