করোনার ভ্যাকসিন কেনার সকল কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২৬০ পাম্পযুক্ত গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শীতে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে উল্লেখ করে এসময় বিয়ে, নানা ধরণের সভা-সমাবেশসহ সামাজিক দূরত বজায় রাখা ছাড়াও খেলাধুলাসহ অন্যান্য বিষয়াদি সীমিত আকারে করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, করোনার ভ্যাকসিন কেনার সকল কাজ সম্পন্ন হয়েছে। বিশ্ব ব্যাংকসহ সকল ব্যাংক ভ্যাকসিন ক্রয়ের টাকা দিতেও সম্মতি হয়েছে বলেও জানান তিনি।
এসময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান ইসরাসিন হোসেন, সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. কাবুল উদ্দিনসহ সদর উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২৬০ জন সুবিধাভোগীর মাঝে একটি করে পাম্প যুক্ত গভীর নলকূপ বিতরণ করেন মন্ত্রী।