করোনায় মারা গেলেন সেন্ট জোসেফ স্কুলের অধ্যক্ষ রবি পিউরিফিকেশন

0
909
Spread the love

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি থিওডোর পিউরিফিকেশন সিএসসি। মঙ্গলবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর আসগর আলী হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিদ্যালয়ের উপাধ্যক্ষ ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমেন সিএসসি এই মৃত্যুর খবর সবাইকে জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শ্রদ্ধেয় শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীরা, গভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি যে, ব্রাদার রবি থিওডোর পিউরিফিকেশন, সিএসসি সন্ধ্যা: ৬টা ১৫ মিনিটে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে মারা গেছেন। তিনি কোভিড -১৯ এ ভুগছিলেন। পরে তার অগ্ন্যাশয়ের কিছুটা জটিলতা দেখা দেয়। বুধবার তার মরদেহ সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে রাখা হবে। বুধবার ব্রাদার রবির স্মরণে পৃথক পথক স্থানে ফিউনারাল অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

এতে আরও বলা হয়, ‘বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তার মরদেহ সেন্ট জোসেফ ক্যাম্পাসে রাখা হবে। তাকে পুরনো ঢাকার নারিন্দার ওয়ারিতে খ্রিস্টান কবরস্থানে দাফন করা হবে। তার জন্য আপনাদের ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন প্রার্থনার জন্য অনেক অনেক ধন্যবাদ। তার আত্মার সম্মানে বুধবারের অনলাইন ক্লাস বন্ধ থাকবে। আমরা আমাদের প্রিয় অধ্যক্ষের সম্মানে সোমবার শোক দিবস পালন করব। আসুন আমরা তাঁর বিদেহী আত্মার জন্য প্রার্থনা করি।’

সূত্রঃ মানবকন্ঠ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে