ইংল্যান্ডে ঘোষণা করা হতে পারে তিন স্তর বিশিষ্ট লকডাউন। এর মধ্যে সবচেয়ে কঠোর বিধিনিষেধের আওতায় পড়তে পারে লিভারপুল সিটি রিজিয়ন। এই তিন স্তর বিশিষ্ট লকডাউনে বিভিন্ন এলাকাকে মধ্যম, উচ্চ ও অতি উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে আরো বলা হয়, লিভারপুল সিটি রিজিয়নের মেয়র স্টিভ রোথেরাম বলেছেন, এ নিয়ে গত রাতভর আলোচনা চলছিল। তবে তখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি। এ নিয়ে ইংল্যান্ডের স্থানীয় নেতৃবর্গ ও ওয়েস্টমিনস্টারের মধ্যে আলোচনা অব্যাহত ছিল। উল্লেখ্য, ৬ই অক্টোবর পর্যন্ত সমাপ্ত সপ্তাহে লিভারপুলে প্রতি এক লাখ মানুষে আক্রান্তের রেকর্ড করা হয়েছে ৬০০।
আর ইংল্যান্ডে গড়ে এই হার ৭৪। লিভারপুল সিটি রিজিয়নের মধ্যে রয়েছে হল্টন, নোজলে, সেফটন, সেইন্ট হেলেনস এবং উইরাল। পাশাপাশি রয়েছে লিভারপুল। উচ্চ মাত্রার লকডাউন দেয়া হলে সেখানে জিম, ক্যাসিনো এবং পাব-এর ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। তবে নতুন আরোপিত লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করা হবে এক মাস পরে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ইমার্জেন্সি কোবরা কমিটিতে সভাপতিত্ব করছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপরই সোমবার হাউজ অব কমন্সে এ বিষয়ে তার ঘোষণা দেয়ার কথা রয়েছে। তারপর বৃটেনের স্থানীয় সময় বিকাল ৬টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ডাউনিং স্ট্রিটে। এ সময় তার সঙ্গে থাকতে পারেন চ্যান্সেলর ঋষি সুনাক এবং ইংল্যান্ডের প্রধান মেডিকেল কর্মকর্তা প্রফেসর ক্রিস হুইটি। এরই মধ্যে গত শুক্রবার কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে স্কটল্যান্ডে। এর মধ্যে সেখানে বন্ধ করে দেয়া হয়েছে পাব, রেস্তোরাঁ। অন্যদিকে ওয়েলস সরকার বলেছে, আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় পর্যায়ের পদক্ষেপ বাস্তবায়ন করা হবে কিনা তা নির্ধারণ করা হবে।
সূত্রঃ ইনকিলাব