ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে
একই সাথে তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলামও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার অসুস্থ বোধ করার পর তিনি রবিবার সকালে করোনাভাইরাসের টেস্ট করান।
রবিবার রাতেই ঢাকা উত্তরের এই মেয়রের কোভিড-১৯ টেস্ট পজিটিভ আসে।
সিটি করপোরেশন অফিস থেকে জানা গেছে, তার গুরুতর কোনো উপসর্গ নেই।
এখন মেয়র ও তাঁর স্ত্রী উভয়ই আইসোলেশনে আছেন বলে জানা গেছে।
এর আগে বাংলাদেশের বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব করোনাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিশ্বের বড় নেতাদের নামও আছে এই তালিকায়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রাজিলের প্রেসিডেন্ট বলসেনারোর মতো নেতারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
সূত্রঃ বিবিসি
Thanks to my father who told me regarding this website, this weblog
is really remarkable.