করোনা শনাক্ত নামলো এক শতাংশের নিচে

0
327
Spread the love

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৪৭ জনে।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন ১২২ জন। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে।

শনিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭১টি নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়। সে হিসাবে এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ।

গত বছরের ৩০ মার্চের পর এই প্রথম করোনা শনাক্তের হার এক শতাংশের নিচে নামলো।

২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন খুলনা বিভাগের এবং একজন করে ঢাকা ও বরিশাল বিভাগের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে