২৪ ঘণ্টায় শনাক্ত ৫২৫, মৃত্যু ১২
দেশে কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোর ৮৪ দশমিক ৭১ শতাংশ শয্যাই এখন খালি। গতকাল মোট ১০ হাজার ৮৯৩টি শয্যার মধ্যে রোগী ভর্তি ছিল ১ হাজার ৬৬৫টিতে। খালি ছিল ৯ হাজার ২২৮টি শয্যা। আর ৫৮২টি আইসিইউর মধ্যে খালি ছিল ৪০১টি। তবে স্বাস্থ্য অধিদফতরের হিসাবে দেশে এখনো শনাক্ত হওয়া সক্রিয় করোনা রোগী (সুস্থ ও মৃত বাদে) রয়েছেন ৪৭ হাজার ২৩০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষায় দেশে নতুন করে ৫২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময় সুস্থ হয়েছেন ৫১২ জন, মারা গেছেন ১২ জন। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬৩ শতাংশ। গত ৩০ জানুয়ারি ৩ শতাংশ শনাক্ত হারের তথ্য জানানো হয়। এর পর তিন দিন ধরে আবারও শনাক্তের হার বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ১০৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮০ হাজার ৭২৮ জন, মারা গেছেন ৮ হাজার ১৪৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৭ আর মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে ১১ জনই ছিলেন পুরুষ; একজন নারী। সবার মৃত্যু হাসপাতালে। বয়স বিবেচনায় মধ্যে সাতজন ছিলেন ষাটোর্ধ্ব, তিনজন পঞ্চাশোর্ধ্ব, একজন চল্লিশোর্ধ্ব ও একজন ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ছয়জন ঢাকা, দুজন রাজশাহী ও একজন করে চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণের তথ্য জানানো হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।