বাংলাদেশে কাঁধ রিপ্লেসমেন্ট সার্জারি প্রবল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন ইতালির প্রখ্যাত শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জন ডা. পিয়েরো বুদাচ্ছি।
বাংলাদেশে কাঁধ সার্জারি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দেশের প্রখ্যাত চিকিৎসকদের নিয়ে শোল্ডার সোসাইটি অব বাংলাদেশ (এসএসবি)-এর উদ্যোগে দিনব্যাপী এক ওয়ার্কশপে তিনি বলেন, এই দেশে শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জারির প্রবল সম্ভবনা রয়েছে। আগামীতে বাংলাদেশ এই খাতে খুবই ভালো করবে। এখানকার চিকিৎসকরাও খুবই দক্ষ ও মেধাবী।
রাজধানীর সোবাহানবাগের গ্রীন গার্ডেনে মঙ্গলবার অনুষ্ঠিত হয় “শোল্ডার জয়েন্ট রিপ্লেসমেন্ট ওয়ার্কশপ”।
কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় অর্থোপেডিক সার্জনদের নেতৃত্বে সরাসরি সার্জিক্যাল প্রযুক্তি প্রদর্শনী, ইন্টারেক্টিভ সেশন ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসএসবি’র সাধারণ সম্পাদক ডা. জি. এম. জাহাঙ্গীর হোসেন বলেন, “বাংলাদেশে কাঁধ সার্জারির উন্নয়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি আমাদের কাজের দক্ষতা শানিত করবে। আমরা সাড়াও পেয়েছি বেশ। সামনে এমন আয়োজনের উদ্যোগ নেয়া হবে।’
ওয়ার্কশপে উপস্থিত ছিলেন এসএসবি প্রেসিডেন্ট ডা: মেজর জেনারেল মো: আনিসুর রহমান হাওলাদার।
কর্মশালার শুরুতে এসএসবি প্রেসিডেন্ট ডা. মেজর জেনারেল মো. আনিসুর রহমান হাওলাদার বলেন, ‘এটি আমাদের জন্য এক দারুণ সুযোগ। আমরা সব শোল্ডার বিশেষজ্ঞ একত্রিত হয়ে আজ নতুন কিছু জানবো। এটা আমাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।’
ওয়ার্কশপটি অর্থোপেডিক সার্জন, রেসিডেন্ট, ফেলো এবং কাঁধ প্রতিস্থাপন সার্জারিতে আগ্রহী ডাক্তারদের জন্য উন্মুক্ত ছিল।