কিডনি দিয়ে ছোট বোনকে বাঁচালেন বড় বোন

0
347
Spread the love

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আরও একটি কিডনি প্রতিস্থাপন সফল হয়েছে। শনিবার (২০ নভেম্বর) এক বড় বোন তার ছোট বোনকে কিডনি দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে ৫৬৫টি সফল কিডনি প্রতিস্থাপন হলো।

সফল এ কিডনি প্রতিস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন দিপু, সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেনের নেতৃত্বে গঠিত চিকিৎসক টিম।

শনিবার বিএসএমএমইউতে ১৬ বছর বয়সী আতুকিয়া নামের এক রোগীকে কিডনি দেন তার বোন ২৯ বছর বয়সী দেলোয়ারা। বর্তমানে কিডনি গ্রহীতা ও কিডনি দাতা উভয়েই সুস্থ আছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নির্দেশনায় পুরোদমে এগিয়ে চলছে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম। করোনাসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রোগীদের জীবন বাঁচাতে বর্তমানে এ কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে।

ইউরোলজি বিভাগের এ কার্যক্রমে প্রধান ভূমিকা রাখছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দেশের বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল।

এর আগে গত ১৪ নভেম্বর ২৩ বছর বয়সী মো. আবু হেনা শিশির নামে রোগীর সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। কিডনি দান করেন রোগীর মা ৪০ বছর বয়সী শারমিন আকতার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে