কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ১১ জন ও একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এর আগের দিন মারা যান আরও ১৯ জন। এ নিয়ে গত ৮ দিনে মারা গেছেন মোট ১২৩ জন। হাসপাতালে অক্সিজেন সরবরাহ বাড়ানো হলেও রোগী মৃত্যু কমছে না। বিভিন্ন অব্যবস্থাপনা আর চিকিৎসকদের ঠিকমত তদারকি না থাকায় অনেক রোগী মারা যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসকি মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম সমকালকে বলেন, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১২ জন মারা গেছে। এ ছাড়া হাসপাতালে এই মুহূর্তে পজিটিভ হয়ে চিকিৎসা নিচ্ছে ১৩৬ জন আর উপসর্গ নিয়ে ৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় ৬৬৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২২৩ জন। শনাক্তের হার ৩৩ শতাংশ। এদিকে সুস্থতাও বেড়েছে আগের তুলনায়। এর আগের দিন ৮৪১টি নমুনা পরীক্ষায় ২৬০টি। শনাক্তের হার ছিলো ৩০.৯১ শতাংশ। গত এক সপ্তাহে প্রায় এক হাজারের কাছে রোগী সুস্থ হয়েছে।