খুলনা বিভাগে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

0
641
Spread the love

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩১ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে ৯৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোর ও কুষ্টিয়ায় সাতজন করে, ঝিনাইদহে চারজন, মেহেরপুরে তিনজন, মাগুরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

এর আগে সোমবার বিভাগে করোনায় ২৬ জনের মৃত্যু হয়; একই সময়ে আক্রান্ত হন এক হাজার ৩৭৩ জন।

এতে দেখা যায়, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে কমেছে শনাক্তের হার।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৬ হাজার ১৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৮৭২ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে