চট্টগ্রামে ১৯০০ নমুনা পরীক্ষায় দুজনের করোনা শনাক্ত

0
438
Spread the love

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুজন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৪১৭ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩১ জনে।

রোববার (৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষায় দুজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার প্রায় শূন্য দশমিক এক শতাংশ। আবার শনাক্ত হওয়া দুজনের মধ্যে একজন নগরের ও অন্যজন হাটহাজারী উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে একজন ও জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে