চাকরির মেয়াদ বাড়ল স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের

0
866
Spread the love

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আগামী ৩১ ডিসেম্বর২০২০ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল। নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে আদেশ জারি করা হল।

প্রসঙ্গত, স্বাস্থ্য খাতের নানা অনিয়ম নিয়ে তীব্র বিতর্কের মুখে ২১ জুলাই পদত্যাগে বাধ্য হন অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। এর পর ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলমকে মহাপরিচালক পদে নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ২৬ জুলাই এই পদে যোগ দেন তিনি। এদিকে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক হিসেবে অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে