জরায়ুর ফাইব্রয়েড চিকিৎসার ওষুধ বাজারজাত করছে রেনাটা

0
323
Spread the love

মার্কিন যুক্ত্ররাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদন পাওয়া জরায়ুর ফাইব্রয়েড চিকিৎসায় মুখে খাবার ওষুধ বাংলাদেশে প্রথমবারের মতো বাজারজাত করছে রেনাটা লিমিটেড। এই ওষুধটি রেলুরেন ট্যাবলেট নামে বাজারে পাওয়া যাচ্ছে।

রেলুরেন ট্যাবলেটে আছে রেলুগোলিক্স ৪০ মিলিগ্রাম, এস্ট্রাডিওল ১ মিলিগ্রাম ও নরএথিড্রন ০.৫ মিলিগ্রাম। এটি হলো প্রিমেনোপজাল মহিলাদের জরায়ুর ফাইব্রয়েডের কারণে মাসিকের ভারী রক্তপাত কমাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদন পাওয়া প্রথম ওষুধ।

জরায়ুর ফাইব্রয়েড ২৫ শতাংশ পর্যন্ত মহিলাদের মধ্যে দীর্ঘস্থায়ী মাসিক বা মাসিকের ভারী রক্তপাত, তলপেটে চাপ বা ব্যথা এবং বন্ধ্যাত্বসহ উল্লেখযোগ্য অসুস্থতা সৃষ্টি করে।

রেলুরেন ট্যাবলেট নিরাপদ ও অধিক কার্যকর যা দৈনিক একবার সেব্য এবং রোগীদের জন্য বেশ সাশ্রয়ী। অনেক বছর ধরেই রেনাটা লিমিটেড মহিলাদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে