জরুরি প্রয়োজনে নিয়োগ পেলেন ১৪০১ মিডওয়াইফ

0
661
Spread the love

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ‘মিডওয়াইফ’ পদের জন্য পিএসসির সুপারিশ পাওয়া ১ হাজার ৪০১ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন মিডওয়াইফ পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডে ১৬০০০-৩৮৬৪০ টাকা বেতনক্রমে রাষ্ট্রীয় প্রয়োজনে সাময়িকভাবে নিয়োগ করা হলো।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
মিডওয়াইফ পদে নিয়োগ পাওয়া ব্যক্তিদের পদায়ন করে এক আদেশ জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১ জুনের আগেই পদায়ন করা হাসপাতালে যোগদানের জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্ধারিত তারিখে চাকরিতে যোগ না দিলে প্রার্থী চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে