করোনার চিকিৎসার ক্ষেত্রে ভিটামিন সি এবং জিংক এর প্রয়োগ উল্লেখযোগ্য কোন পরিবর্তন করে না। মানবদেহের জন্য অপরিহার্য এ খাদ্য উপাদানগুলো নিয়ে গবেষণায় দেখা গেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ভিটামিন সি এবং জিংক সাপ্লিমেন্টের উচ্চমাত্রার প্রয়োগও রোগীদের কোন প্রভাব ফেলে না।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিনিক হেলথ সিস্টেমের গবেষকের একটি দল বিক্ষিপ্তভাবে এসকোরভিক এসিড (মূলত ভিটামিন সি এবং জিংক) নিয়ে ২১৪ জন রোগীকে প্রয়োগ করে গত বছরের এপ্রিল ও অক্টোবরে। গবেষণায় দেখা যায়, করোনা চিকিৎসায় জিংক গ্লুকোনেট, এসকোরভিক এসিড বা এই দুটোর একসাথে প্রয়োগের পরেও কোন উন্নতি দেখা যায়নি।
ক্লিভল্যান্ড ক্লিনিকের ডক্টর মিলিন্ড বলেন, ‘উচ্চমাত্রার বা কম ডোজের প্রয়োগ, কোনোটারই প্রভাব লক্ষ্য করা যায়নি’।