জুনে দেশে আসছে কোভ্যাক্সের টিকা

0
818
Spread the love

আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের তৈরি এক লাখ হাজার ডোজ করোনা ভাইরাসের টিকা জুনে পাওয়ার কথা জানিয়েছে সরকার।

মঙ্গলবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাত দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টেলিফোনে তাকে জানিয়েছেন উল্লেখ করে মাইদুল ইসলাম বলেন, ‘জুনের ২ তারিখে গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত এক লাখ ছয় হাজার কোভিড ভ্যাক্সিন বাংলাদেশে পাঠানো হবে।’

গত ৭ ফেব্রুয়ারি করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু হয়। তবে টিকা স্বল্পতায় এপ্রিলে এসে প্রথম ডোজ দেওয়া স্থগিত করে সরকার। দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম এখনও চলছে।

গরিব দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিতে গঠিত হয় গ্যাভি। প্রাণঘাতী ও সংক্রামক ব্যাধি থেকে দরিদ্র দেশগুলোর শিশুদের জীবনরক্ষায় টিকা প্রদানে ভূমিকা রাখছে গ্যাভি। এটি বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের ৯২টি দেশকে করোনা ভাইরাসের টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে