দেশে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৩২৪টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার কিছুটা বেড়ে ১ দশমিক ০৫ শতাংশ হয়েছে। এ নিয়ে টানা তিন সপ্তাহ করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচেই রয়েছে।
এর আগে গত ২৫ অক্টোবর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নামে ৫ শতাংশের নিচে। সেদিন নতুন রোগী শনাক্তের হার ছিল তিন দশমিক ৬০ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, কোনো দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার যদি দুই সপ্তাহ পাঁচ শনাক্তের নিচে থাকে, তাহলে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে ধরে নেওয়া হয়। সেই হিসেবে দেশে করোনার পঞ্চম ঢেউ নিয়ন্ত্রণে এসেছে বলা যায়। নতুন কোনো ঢেউ বা ভ্যারিয়েন্ট না আসলে আর উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হবে না বলে ধারণা বিশেষজ্ঞদের।