করোনার তৃতীয় ঢেউয়ে নাকাল যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২২৮২ জনের মৃত্যু হয়েছে। টিকাদানে এগিয়ে থেকেও করোনাভাইরাসে বিপর্যস্ত দেশটি।
ওয়ার্ল্ডো মিটারের বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ৬৪ হাজার ৫০৯ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ২ হাজার ২৮২ জন।
এ নিয়ে করোনায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৭৮০ জন। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৬ লাখ ৮৫ হাজার ২৩ জন।
করোনার সফল টিকাদান কর্মসূচি বাস্তবায়নকারী দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র। তবে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে টিকা গ্রহণকারী অনেকে ফের করোনা আক্রান্ত। এছাড়া যেসব অঙ্গরাজ্যে টিকা গ্রহণের হার কম, সেসব রাজ্যে সংক্রমণের হার বেশি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩০ হাজারের আশপাশে রোগী শনাক্ত হয়েছে ভারত, যুক্তরাজ্য ও তুরস্কে। একই সময়ে মেক্সিকোয় ১ হাজারের বেশি আর রাশিয়া ও ব্রাজিলে প্রায় ৮শ’ মানুষের মৃত্যু হয়েছে।
করোনার বৈশ্বিক সংক্রমণ ২২ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ২৯০ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৪৬ লাখ ৭৩ হাজার ৬৫২ জন।